পালঘর, ৫ সেপ্টেম্বর : বেপরোয়া গতিতে গাড়ি চালানোর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তা জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন সাইরাস মিস্ত্রি। মহারাষ্ট্রের পালঘরের চারোটি চেকপোস্ট পেরিয়ে পরের ২০ কিলোমিটার মাত্র ৯ মিনিটে অতিক্রম করেছিল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির বিলাসবহুল মার্সিডিজ গাড়ি। সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনটাই। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। আর এর ফলেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার সময় গাড়ির পিছনের সিটে বসেছিলেন সাইরাস। গাড়ি চলার সময় সিটবেল্টও পরেননি তিনি। প্রাথমিক তদন্ত অনুসারে, দুর্ঘটনার সময় সাইরাস এবং তাঁর যে সহযাত্রীর মৃত্যু হয়েছে, তাঁরা কেউই সিটবেল্ট পরে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, রবিবার বিকেল সওয়া ৩টে নাগাদ নাগাদ মুম্বই থেকে ১৩৫ কিলোমিটার দূরে পালঘরের চারোটি এলাকায় একটি নদীর সেতুর উপর থাকা ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসদের গাড়িটি। সাইরাস এবং জাহাঙ্গীর পান্ডোলে পিছনের সিটে বসে ছিলেন। ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া যায় সাইরাসকে। মঙ্গলবার সকাল দশটা নাগাদ সাইরাস মিস্ত্রির শেষকৃত্য সম্পন্ন হবে।