Country

9 months ago

Cyrus-Mistri-dead-in-road-mishap : পথ দুর্ঘটনায় নিহত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি

cyrus-mistri-dead-in-road-mishap
cyrus-mistri-dead-in-road-mishap

 

মুম্বই, ৪ সেপ্টেম্বর : মর্মান্তিক খবর ! পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। মহারাষ্ট্রের পালঘরের কাছে রবিবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এখনও পর্যন্ত পাওয়া খবর থেকে জানা গিয়েছে, রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরেছিল সাইরাসের মার্সিডিজ গাড়িটি। তাঁর বয়স বয়েছিল ৫৪ বছর ।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে আমদাবাদ থেকে মুম্বইয়ে মার্সিডিজে করে ফিরছিলেন সাইরাস। পালঘরের কাছে সওয়া ৩টে নাগাদ সূর্য নদীর সেতুর উপরে ডিভাইডারে ধাক্কা মারে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এটি একটি দুর্ঘটনা। সাইরাসের সঙ্গে গাড়িতে আরও দু’জন ছিলেন। তাঁদের উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রসঙ্গত, ২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তাঁর বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন। ছ’বছর পর ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যান। তার পরই সেই পদে আসেন সাইরাস। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তাঁর হাতে। ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।

You might also like!