Country

9 months ago

Cylinder blast at Mumbai : মুম্বইয়ের বান্দ্রায় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, কমবেশি আহত ৫ জন

Feature image : Gas cylinder explosion
Feature image : Gas cylinder explosion

 

মুম্বই, ১৮ নভেম্বর : মুম্বইয়ের বান্দ্রা এলাকায় একটি বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার ফেটে কমবেশি আহত হয়েছেন ৫ জন। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়, আগুন লাগার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দ্বগ্ধ হয়েছেন, তাঁরা হলেন-নিখিল যোগেশ দাস (৫৩), রাজেশ রামজনম শর্মা (৩৮), অ্যান্টনি পল থেঙ্গেল (৬৫), কালীচরণ মজিলাল কানোজিয়া (৫৪) ও শাহ আলী জাকির আলী সিদ্দিকী (৩১)। আহতদের ভাভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণ হয়, বিস্ফোরণের পর আগুনে জামাকাপড়, বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গিয়েছে।

You might also like!