Country

3 weeks ago

CRPF Organized Health Camp: অনন্য উদ্যোগ সিআরপিএফ-এর, শোপিয়ানে চিকিৎসা শিবিরের আয়োজন

CRPF Organized Health Camp
CRPF Organized Health Camp

 

শ্রীনগর, ৫ এপ্রিল : প্রশংসনীয় এক উদ্যোগ নিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। শনিবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে বিনামূল্যে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করেছে সিআরপিএফ। মহিলা ও শিশু-সহ স্থানীয় বাসিন্দারা এই চিকিৎসা শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন। সিআরপিএফ-এর ১৪ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে শনিবার শোপিয়ানের শালিদার জারকানে এই বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। সেখানে মহিলা ও শিশু-সহ স্থানীয় বাসিন্দারা এই চিকিৎসা শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন। সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য ছিল সম্প্রদায়ের বন্ধন জোরদার করা ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা সুবিধা উন্নত করা।

You might also like!