নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : মানবাধিকার কর্মী তিস্তা শীতলওয়ারকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে গুজরাট দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগ ওঠে। সেই কারণেই গত জুন মাসে তাঁকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। শুক্রবার শীর্ষ আদালত তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়।
সম্প্রতি শীর্ষ আদালত এক রায়ে গুজরাট দাঙ্গার ব্যাপারে গুজরাতের তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেয়। ২০০২ সালে গুজরাট দাঙ্গায় কংগ্রেস সাংসদ এহসান জাফরি-সহ ৬৪ জনের মৃত্যু হয়। তখনকার গুজরাট সরকার ওই ঘটনার তদন্তে রাজ্য পুলিসকে দিয়ে সিট গঠন করে। সিট তদন্তে মোদীকে ক্লিনচিট দেয়। তখন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাঙ্গায় নাম জড়ায় অমিতেরও। রাজ্য পুলিশের সিটের ক্লিনচিটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে। মামলায় তাঁর আইনজীবী ছিলেন তিস্তা।
সুপ্রিম কোর্ট সিটের সেই ক্লিনচিট তত্ত্বকেই বহাল রাখে। বলা হয়, মামলাকারী এবং তাঁর আইনজীবী বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন। শীর্ষ আদালত সাক্ষীদেরও সমালোচনা করেন।