Country 6 months ago

Satendra Jain : মানি লন্ডারিং মামলায় সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করল আদালত

Satendra Jain

 

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর : মানি লন্ডারিং মামলায় বন্দি দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে চলতি প্রক্রিয়া স্থগিত রাখল রাউজ অ্যাভিনিউ আদালত। বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েলের আদালত থেকে এই মামলা অন্য আদালতে স্থানান্তরের দাবি জানিয়েছে ইডি।

ইডি-র আবেদনের ভিত্তিতে প্রধান জেলা ও দায়রা জজ বিনয় কুমার গুপ্ত এই মামলায় সত্যেন্দ্র জৈন সহ সমস্ত অভিযুক্তকে নোটিশ জারি করেন। শুনানির সময় সহকারী সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, তিনি জৈনের জামিনের শুনানি অন্য আদালতে স্থানান্তর করতে চান। বর্তমানে বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েল সত্যেন্দ্র জৈনের জামিন আবেদনের শুনানি করছেন। ইডি ৮ সেপ্টেম্বর সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদনের বিরোধিতা করে বলে, তিনি প্রমাণ লোপাট করতে পারেন। তাই তাদের জামিন দেওয়া উচিত নয়।

গত ২৩ আগস্ট আদালত সত্যেন্দ্র জৈনের স্ত্রী পুনম জৈনকে জামিন দেয়। আদালত, ইডি-র দায়ের করা অভিযোগপত্রটি আমলে নিয়ে একই দিনে মামলার অভিযুক্ত অজিত প্রসাদ এবং সুনীল কুমার জৈনকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।


You might also like!