নয়াদিল্লি, ১৭ নভেম্বর : বৃহত্তর বৈশ্বিক মঙ্গলের স্বার্থে একত্রিত হওয়া উচিত গ্লোবাল সাউথের দেশগুলিকে। মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন, "আমরা সবাই দেখতে পাচ্ছি, পশ্চিম এশিয়া অঞ্চলের ঘটনাগুলি থেকে নতুন চ্যালেঞ্জের উদ্ভব হচ্ছে। ভারত ৭ অক্টোবর ইজরায়েলে সন্ত্রাসী হামলার নিন্দা করেছে। আমরাও সংযম করেছি। আমরা সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছি। ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে বেসামরিক মানুষের মৃত্যুরও আমরা তীব্র নিন্দা জানাই। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার পর আমরা সে দেশের জনগণের জন্য মানবিক সাহায্যও পাঠিয়েছি। সময় এসেছে, গ্লোবাল সাউথের দেশগুলির বৃহত্তর বৈশ্বিক মঙ্গলের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া উচিত।"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আমরা জানুয়ারিতে প্রথমবারের মতো ভয়েস অফ গ্লোবাল সাউথের আয়োজন করেছি...ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত দুই শতাধিক জি-২০ বৈঠকে আমরা গ্লোবাল সাউথের অগ্রাধিকারগুলিকে গুরুত্ব দিয়েছি। ফলস্বরূপ, গ্লোবাল সাউথের বিষয়গুলি নতুন দিল্লি নেতাদের ঘোষণায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং আমরা সকলের সম্মতি পেতে সফল হয়েছি। আমি সেই ঐতিহাসিক মুহূর্তটি ভুলতে পারি না যখন ভারতের প্রচেষ্টায় আফ্রিকান ইউনিয়ন জি-২০-র স্থায়ী সদস্যপদ লাভ করেছে।'''' প্রধানমন্ত্রীর কথায়, "ভারত বিশ্বাস করে, নতুন প্রযুক্তি গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথের মধ্যে ব্যবধান বাড়াবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার সময়, এটি গুরুত্বপূর্ণ যে প্রযুক্তিকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করা উচিত। এটিকে আরও প্রচার করতে, আগামী মাসে ভারত আর্টিফিশিয়াআল গ্লোবাল পার্টনারশিপ সামিটের আয়োজন করবে।"