Country

1 week ago

Bihar:বিহারের বৈশালিতে বাজি ফাটানো নিয়ে বিবাদ; গুলিবিদ্ধ ৩ জন, তদন্তে পুলিশ

Controversy over betting in Bihar's Vaishali
Controversy over betting in Bihar's Vaishali

 

বৈশালি, ২০ নভেম্বর : বিহারের বৈশালি জেলায় আতশবাজি ফাটানোকে ঘিরে বিবাদের জেরে চলল গুলি। বাজি ফাটানোকে ঘিরে ঝামেলার জেরে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বৈশালি জেলার বেলকা গ্রামে। গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনকে পাটনার হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "ঘটনাটি ঘটেছে ১৯ নভেম্বর রাত পৌনে ৯টা নাগাদ, বৈশালি জেলার বেলকা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরে গুলি চলে। আতশবাজি ফাটানোর জেরে ঝামেলার সূত্রপাত হয়, ৩ জন গুলিবিদ্ধ হন। তাঁদের চিকিৎসার জন্য পাটনায় রেফার করা হয়েছে। তদন্ত চলছে।” প্রসঙ্গত, ছটপুজো উপলক্ষ্যে রবিবার রাতে মানুষজন আনন্দে মেতে উঠেছিলেন।


You might also like!