Country

3 weeks ago

Dehradun: দেহরাদূনে ইনোভা গাড়িতে ধাক্কা কন্টেনারের; মর্মান্তিক মৃত্যু ৬ জনের, ধৃত চালক

Container hits Innova car in Dehradun; Tragic death of 6 people, arrested driver
Container hits Innova car in Dehradun; Tragic death of 6 people, arrested driver

 

  • দেহরাদূন, ১২ নভেম্বর : উত্তরাখণ্ডের দেহরাদূনে ইনোভা গাড়ি ও কন্টেনার ট্রাকের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ইনোভা গাড়িতে থাকা ৬ জন যাত্রীর। এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক কন্টেনার ট্রাকের চালককে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোররাত দু'টো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে ওএনজিসি ইন্টারসেকশনের কাছে।

পুলিশ সুপার (শহর) প্রমোদ কুমার বলেছেন, মঙ্গলবার ভোররাত দু'টো নাগাদ দেহরাদূনের ওএনজিসি ইন্টারসেকশনের কাছে একটি ইনোভা গাড়ি ও কন্টেনার ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে ইনোভা গাড়িটি পুরোপুরি তুবড়ে গিয়েছে। ওই গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক কন্টেনারের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

You might also like!