Country

3 weeks ago

Narendra Modi :দ্বারভাঙ্গা এইমস নির্মাণ বিহারের স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

দারভাঙ্গা, ১৩ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বিহারের বিহারের প্রায় ১২ হাজার কোটি টাকা মূল্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে দারভাঙ্গা এইমসও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, দ্বারভাঙ্গা এইমস নির্মাণ বিহারের স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে। দারভাঙ্গা এইমস মিথিলা, কোসি এবং তিরহুত অঞ্চল, পশ্চিমবঙ্গ এবং আশেপাশের অনেক এলাকার জনগণকে সুবিধা প্রদান করবে। নেপাল থেকে আগত রোগীরাও এই এইমস হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। এইমস এখানে অনেক কর্মসংস্থান এবং আত্ম-কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, "আয়ুষ্মান ভারত যোজনা-তে দেশের প্রায় চার কোটি মানুষের চিকিৎসা করা হয়েছে। যদি আয়ুষ্মান ভারত প্রকল্প না থাকত, তবে এর মধ্যে বেশিরভাগ মানুষই হাসপাতালে ভর্তি হতে পারতেন না। আমি খুশি যে এনডিএ সরকারের পরিকল্পনায় তাদের জীবনের একটি বড় উদ্বেগ দূর হয়েছে। আয়ুষ্মান যোজনার মাধ্যমে কোটি কোটি পরিবার প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকা বাঁচিয়েছে।" প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমাদের সরকার দেশে স্বাস্থ্যের বিষয়ে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। প্রথম লক্ষ্য, রোগ প্রতিরোধ। দ্বিতীয়ত, সঠিকভাবে রোগ নির্ণয় করা। তৃতীয়ত, মানুষ যেন বিনামূল্যে ও সস্তা চিকিৎসা পায়, তারা যেন সাশ্রয়ী মূল্যের ওষুধ পায়। চতুর্থত, ছোট শহরেও সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদান করা এবং দেশে চিকিৎসকের ঘাটতি দূর করা। এবং পঞ্চমত, স্বাস্থ্য সেবা প্রযুক্তির সম্প্রসারণ করা।

You might also like!