Country 6 months ago

Bhagwant Maan : পুরানো পেনশন স্কিম পুনরায় চালু করার কথা বিবেচনা করা হচ্ছে: মুখ্যমন্ত্রী মান

Bhagwant Maan

 

চণ্ডীগড়, ১৯ সেপ্টেম্বর : সরকার সরকারি কর্মচারীদের জন্য পুরানো পেনশন স্কিম পুনরায় চালু করার কথা বিবেচনা করছে বলে সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানালেন। প্রসঙ্গত, ২০০৪ সালে বন্ধ হয়ে যাওয়া পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করা রাজ্য সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান দাবি।

এদিন তিনি টুইটারে লিখেছেন,"আমার সরকার ওল্ড পেনশন সিস্টেমে (ওপিএস) প্রত্যাবর্তনের কথা ভাবছে। আমি আমার মুখ্য সচিবকে এর বাস্তবায়নের সম্ভাব্য এবং পদ্ধতিগুলি পর্যবেক্ষণ করতে বলেছি। আমরা আমাদের কর্মীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।"

প্রসঙ্গত, গত বছরের আগস্টে আম আদমি পার্টির নেতা তথা বর্তমান অর্থমন্ত্রী হরপাল সিং চিমা প্রতিশ্রুতি দিয়েছিলেন দল পঞ্জাবে ক্ষমতায় এলে পুরানো পেনশন ব্যবস্থা করবে।

You might also like!