Country

1 week ago

Narendra Modi : কংগ্রেসের শাসনে দলিতদের বিরুদ্ধে নৃশংসতার নতুন রেকর্ড তৈরি হয়েছে রাজস্থানে : প্রধানমন্ত্রী মোদী

PM Narendra Modi
PM Narendra Modi

 

ভরতপুর, ১৮ নভেম্বর : রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাজস্থানের ভরতপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "কংগ্রেস আচরণগতভাবে দলিত বিরোধী। সম্প্রতি আমাদের দেশ প্রথম দলিত চিফ ইনফরমেশন কমিশনার পেয়েছে, তাঁর নাম হীরালাল সামারিয়া। কিন্তু দলিত অফিসারের নিয়োগ কংগ্রেস পছন্দ করেনি। কংগ্রেস একজন দলিত অফিসারকে উচ্চ পদে পৌঁছতে দেখতে পারে না। এটা সেই একই কংগ্রেস যে দল রামনাথ কোবিন্দের বিরোধিতা করেছিল এবং সবসময় বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছিল।"


প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, "কেউ কেউ এখানে নিজেদের জাদুকর বলে। এখন তাঁদের রাজস্থানের মানুষ বলছে- ৩ ডিসেম্বর কংগ্রেস ছু মন্তর। রাজস্থানে দারুণ সংকল্প পত্র প্রকাশ করেছে বিজেপি। বিজেপির সংকল্প হল রাজস্থানকে দেশের শীর্ষস্থানীয় রাজ্যে পরিণত করা। বিজেপির সংকল্প রাজস্থানে দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে আক্রমণ শানানো। বিজেপির সংকল্প হল আমাদের বোন ও কন্যাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা। রাজস্থানে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের দেওয়া এই প্রতিশ্রুতিগুলি অবশ্যই পূরণ হবে, এটাই মোদীর গ্যারান্টি।"


প্রধানমন্ত্রী আরও বলেছেন, "একদিকে ভারত বিশ্বে নেতা হয়ে উঠছে। অন্যদিকে, গত ৫ বছরে রাজস্থানে কী হয়েছিল তা আপনারা সবাই জানেন। কংগ্রেস রাজস্থানকে দুর্নীতি, দাঙ্গা ও অপরাধে শীর্ষস্থানীয় করে তুলেছে।" মোদী বলেছেন, "কংগ্রেস যেখানেই যায় সেখানেই সন্ত্রাসবাদী, অপরাধ এবং দাঙ্গাবাজরা বেলাগাম হয়ে যায়। কংগ্রেসের জন্য তুষ্টিই সবকিছু।"

You might also like!