Country

2 months ago

Rahul Gandhi : রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ, কেরলে ধুন্ধুমার পরিস্থিতি

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২৫ মার্চ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস। পশ্চিমবঙ্গ, কেরল, মহারাষ্ট্র, চন্ডীগড়-সহ দেশের বিভিন্ন রাজ্যে শনিবার বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা ও কর্মীরা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ধর্মতলায় (এসপ্ল্যানেড) বিক্ষোভ প্রদর্শন করেন যুব কংগ্রেসের নেতা কর্মীরা।

কেরলের ওয়ানাডেও কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান, রাহুল গান্ধী এই ওয়ানাডেরই সাংসদ ছিলেন। সেখানেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে পুলিশ আটক করেছে। চন্ডীগড়েও বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। নতুন দিল্লি-চন্ডীগড় শতাব্দী ট্রেন থামিয়ে চন্ডীগড় স্টেশনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। আবার মুম্বইয়ে নীরব প্রতিবাদ প্রদর্শন করেন মহা বিকাশ আঘাড়ি বিধায়করা। মুখে কালো কাপড় বেঁধে রাখেন তাঁরা।

You might also like!