Country

6 days ago

Narendra Modi :দেশের সবচেয়ে বেশি প্রতারক ও অসৎ দল কংগ্রেস : নরেন্দ্র মোদী

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কংগ্রেসের বিরুদ্ধে আবারও সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  হরিয়ানার হিসারে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "কংগ্রেস দেশের সবচেয়ে প্রতারক এবং অসৎ দল। আপনারা হিমাচল প্রদেশের অবস্থা দেখতে পাচ্ছেন। তাঁরা নির্বাচনের সময় হিমাচল প্রদেশের জনগণকে মিথ্যা বলেছিল এবং এখন সরকার গঠনের পরে, জনগণ কংগ্রেসকে জিজ্ঞাসা করছে আপনাদের প্রতিশ্রুতির কী হল? আর কংগ্রেস এখন জনগণকে বলছে, কে আপনি? যেখানে কংগ্রেস সেখানে স্থিতিশীলতা থাকতে পারে না। যে দল নিজেদের নেতাদের মধ্যে ঐক্য আনতে পারে না তারা কীভাবে দেশে স্থিতিশীলতা আনতে পারে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, "হরিয়ানার জনগণ তৃতীয়বার বিজেপিকে সুযোগ দেওয়ার জন্য নিজেদের মন তৈরি করেছেন। সবাই বলছে 'ভারোসা দিল সে বিজেপি ফির সে'। ভোটের তারিখ যতই ঘনিয়ে আসছে, কংগ্রেস নেতারা বলছেন মধ্যপ্রদেশের মতো একই পরিস্থিতি হবে।

You might also like!