নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি: ভগবান রামকে অগ্রাহ্য করার জন্য কংগ্রেসের এখন এই দশা। কটাক্ষের সুরে এমনটাই বললেন বিজেপি সাংসদ সত্যপাল সিং। শনিবার লোকসভায় রামমন্দিরের ওপর ধন্যবাদ প্রস্তাবে বিজেপি সাংসদ সত্যপাল সিং বলেছেন, "অযোধ্যায় রামমন্দির নির্মাণ এবং সংসদের অভ্যন্তরে ২২ জানুয়ারি ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে কথা বলার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ও ভগবান রামের প্রার্থনা করা ঐতিহাসিক।"
বিজেপি সাংসদ সত্যপাল সিং আরও বলেছেন, "যেখানে রাম আছে, সেখানে আছে ধর্ম... যারা ধর্মকে ধ্বংস করে, তাঁরা শেষ হয় এবং যারা ধর্মকে রক্ষা করে, তাঁরা রক্ষা পায়। কংগ্রেস এখন এই অবস্থায় আছে, কারণ তাঁরা সেই সময়ে ভগবান রামকে উপেক্ষা করেছিল।"