Country

1 week ago

Delhi : সংসদে নতুন শক্তি ও উর্যা পেল কংগ্রেস, প্রিয়াঙ্কা প্রসঙ্গে খাড়গে

Parliament
Parliament

 

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : সাংসদ হিসাবে প্রথম বার সংসদে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সঙ্গী ছিলেন দাদা তথা রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং মা তথা রাজস্থান থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ওয়ানাড কেন্দ্রের নির্বাচিত সাংসদ হিসাবে শপথ নেন প্রিয়াঙ্কা। ডান হাতে সংবিধান তুলে ধরে শপথগ্রহণ করেন তিনি। তার পর লোকসভার অন্য সাংসদ এবং আধিকারিকদের সঙ্গে নমস্কার বিনিময় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর প্রিয়াঙ্কাকে আশীর্বাদ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পরে সংসদ ভবন চত্বরে খাড়গে বলেছেন, "সংসদে আমরা নতুন উর্যা ও নতুন শক্তি পেয়েছি। তিনি বিষয়গুলো ভালভাবে বোঝেন এবং জনসাধারণের সমস্যাগুলি বিশেষ করে মহিলাদের সম্পর্কিত সমস্যাগুলি উত্থাপন করেন। এতে আমাদের দল, জনসাধারণ, বিশেষ করে দেশের নারীরা উপকৃত হবেন।”


You might also like!