Country

1 month ago

Congress Delhi Nyaya Yatra starts from Friday:শুক্রবার থেকে শুরু কংগ্রেসের দিল্লি ন্যায় যাত্রা

Congress Delhi Nyaya Yatra starts from Friday
Congress Delhi Nyaya Yatra starts from Friday

 

নয়াদিল্লি, ৮ নভেম্বর  : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শুক্রবার দিল্লির রাজঘাট থেকে শুরু হচ্ছে কংগ্রেসের 'দিল্লি ন্যায় যাত্রা'। এক মাস ব্যাপী কংগ্রেস এই 'দিল্লি ন্যায় যাত্রা' কর্মসূচি চালাবে।

এই যাত্রায় অংশ নেবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং কে সি বেনুগোপাল। এছাড়াও থাকবেন কংগ্রেসের অন্যান্য বরিষ্ঠ নেতারা। দিল্লি ন্যায় যাত্রার লক্ষ্য, জনগণের সাথে সংযোগ স্থাপন, আমজনতার বিভিন্ন সমস্যা বোঝার চেষ্টা। এই কর্মসূচির মাধ্যমে দিল্লিতে তাদের হারানো জায়গা ফিরে পাবে বলে আশাবাদী কংগ্রেস।

You might also like!