Country

2 months ago

Congress Slammed: সুখপালের গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস শিবির, ভগবন্ত সরকারকে তোপ মেহতাবের

Congress camp fuming over Sukhpal's arrest (File Picture)
Congress camp fuming over Sukhpal's arrest (File Picture)

 

চন্ডীগড়, ২৮ সেপ্টেম্বর: পঞ্জাবের কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরা-কে গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস শিবির। পঞ্জাবের ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস নেতৃত্ব। সুখপালের ছেলে মেহতাব সিং বলেছেন, "সুখপাল সিং আসলে ভগবন্ত মান এবং তাঁর দলের মুখোশ উন্মোচন করেছেন, তিনি সর্বদা পঞ্জাবে মাদকের ওভারডোজে যারা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, কেউ যখন সরকারের বিরুদ্ধে কথা বলে তখন এটাই হয়, আমার বাবাকে এই নিয়ে ৫ বছরের দু'বার গ্রেফতার করা হল।"

সুখপালের গ্রেফতারিতে পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং সামাজিক মাধ্যম এক্স মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, "বিধায়ক সুখপাল খাইরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, এটি বিরোধীদের ভয় দেখানোর একটি প্রচেষ্টা এবং মূল বিষয়গুলি থেকে বিভ্রান্ত করার জন্য আপ সরকারের একটি চক্রান্ত।"

উল্লেখ্য, চন্ডীগড়ের বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরা-কে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। চন্ডীগড়ের সেক্টর-৫-এ বাড়ি সুখপালের, বৃহস্পতিবার বাসভবন থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৫ সালে এনডিপিএস আইনের অধীনে নথিভুক্ত একটি মামলায় কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরাকে পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে।


You might also like!