Country 6 months ago

Bharat Joro Yatra : কেরলের কোল্লাম থেকে শুরু ভারত জোড়ো যাত্রা, অষ্টম দিনে পড়ল এই পদযাত্রা

Rahul Gandhi

 

কোল্লাম, ১৬ সেপ্টেম্বর : দেখতে দেখতে অষ্টম দিনে পড়ল রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের "ভারত জোড়া যাত্রা"। কংগ্রেসের "ভারত জোড়ো যাত্রা"-র কেরল পর্বে, শুক্রবার সকালে কোল্লাম থেকে শুরু হয় পদযাত্রা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় অংশ নেন শতাধিক নেতা ও কর্মীরা। কেরল বিধানসভাযর বিরোধী দলনেতা ভি ডি সতীসান, কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল, কংগ্রেসের সিনিয়র নেতা রমেশ চেনিথালা, কে মুরলীধরন, আরএসপি নেতা এন কে প্রেমচন্দ্রন প্রমুখকে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় হাঁটতে দেখা গিয়েছে।

শুক্রবার সকাল ৬.৪৫ মিনিতবে কোল্লাম থেকে শুরু হয়েছে "ভারত জোড়া যাত্রা"। ১৩ কিলোমিটার পথ অতিক্রম করার পর সমুদ্রের তীরে নিন্দাকারায় থামবে পদযাত্রা। যাত্রাপথে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। কংগ্রেসের এই "ভারত জোড়া যাত্রা"-কে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে এদিনও উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে।

You might also like!