Country

3 weeks ago

Amit Shah: কংগ্রেস ও পাকিস্তানের উদ্দেশ্যে ও এজেন্ডা একইরকম : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স-এর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, কংগ্রেস ও পাকিস্তানের উদ্দেশ্যে ও এজেন্ডা একইরকম।  এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, "৩৭০ এবং ৩৫ এ অনুচ্ছেদ প্রসঙ্গে কংগ্রেস এবং জেকেএনসি-কে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সমর্থন আবারও কংগ্রেসের মুখোশ খুলে দিয়েছে। এই বিবৃতি আবারও স্পষ্ট করে দিয়েছে যে, কংগ্রেস এবং পাকিস্তানের উদ্দেশ্য এবং এজেন্ডা একইরকম। গত কয়েক বছর ধরে রাহুল গান্ধী সমস্ত ভারত বিরোধী শক্তির পাশে দাঁড়িয়েছেন, দেশবাসীর অনুভূতিতে আঘাত করছেন।"

অমিত শাহ এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, "এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়া হোক অথবা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হোক, রাহুল গান্ধীর কংগ্রেস দল এবং পাকিস্তান সবসময় একই পৃষ্ঠায় রয়েছে এবং কংগ্রেসের হাত সবসময়ই দেশবিরোধী শক্তির সঙ্গে রয়েছে। কিন্তু, কংগ্রেস পার্টি এবং পাকিস্তান ভুলে গিয়েছে, যে কেন্দ্রে মোদী সরকার আছে, তাই ৩৭০ ধারা অথবা সন্ত্রাসবাদ কাশ্মীরে ফিরে আসবে না।"


You might also like!