Country

3 weeks ago

Narendra Modi :কংগ্রেস ও উন্নয়ন, একে-অপরের শত্রু ছিল এবং তাই থাকবে : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

চুরু, ১৯ নভেম্বর : কংগ্রেস সরকারের থেকে যত দূরে থাকবেন, রাজস্থানকে যত বেশি বাঁচাতে পারবেন, তাতে আপনাদেরই ভবিষ্যত সুরক্ষিত হবে। রাজস্থানের জনগণের উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে বলেছেন, কংগ্রেস ও বিকাশ একে অপরের শত্রু ছিল এবং শত্রুই থাকবে। রবিবার রাজস্থানের চুরুর তারানগরে এক নির্নাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন, "কংগ্রেসের লুটের লাইসেন্সের পুরো কাহিনী লাল ডায়েরিতে লিপিবদ্ধ আছে এবং এখন ধীরে ধীরে লাল ডায়েরির পাতা খুলতে শুরু করেছে। এখানে লাল ডায়েরির পাতা খোলে আর ওপাশে গেহলট জির ফিউজ উড়ে যায়, লাল ডায়েরিতে জাদুকরের জাদু দেখা যায়।" প্রধানমন্ত্রীর কথায়, "ভারত প্রতিটি ক্ষেত্রে নতুন রেকর্ড এবং নতুন সাফল্য অর্জন করছে। যে কোনও ক্ষেত্রই ধরুন, ভারত বিস্ময়কর কাজ করছে। চারিদিকে উৎসাহ আছে, আত্মবিশ্বাস রয়েছে যে আমরা ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত করব।"

You might also like!