নয়াদিল্লি, ৫ জুন : টানা তৃতীয়বার দেশে ক্ষমতায় আসার জন্য বিশ্ব নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দলকে অভিনন্দন জানিয়েছে। ইতালি, মরিশাস, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা থেকে এসেছে শুভেচ্ছা বার্তা।
সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে দু''দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে মত ব্যক্ত করেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আগামীদিনে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদীও শুভেচ্ছা বার্তার জন্য প্রতিটি নেতাকে ধন্যবাদ জানিয়েছেন।