Country

2 months ago

Election at Wayanad: রাহুলের শূন্য আসনে তড়িঘড়ি নির্বাচন নয় : কমিশন

Rahul Gandhi -
Rahul Gandhi -

 

নয়াদিল্লি, ২৯ মার্চ  : রাহুল গান্ধীর শূন্য আসনে তড়িঘড়ি ভোট করাতে রাজি নয় নির্বাচন কমিশন। বুধবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কর্ণাটকের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পাশাপাশি আরও ৫টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। কিন্তু সদ্য সাংসদপদ থেকে খারিজ হওয়া রাহুল গান্ধীর শূন্য আসন কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সূত্রের খবর, রাহুল গান্ধীর শূন্য আসনে উপনির্বাচন করানোর জন্য নির্বাচন কমিশনের উপর ব্যাপক চাপ তৈরি করেছে বিজেপি। যাতে তড়িঘড়ি ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। কিন্তু বিজেপির চাপে নতি স্বীকার করতে রাজি নয় নির্বাচন কমিশনার। কমিশনের যুক্তি, কোনও আসন শূন্য হলে উপনির্বাচন করার জন্য ছ মাস সময় থাকে হাতে। ফলে এত তাড়াহুড়োর কিছু নেই। 

You might also like!