ধলাই (ত্রিপুরা), ১৩ জুন: বিশ্ব রক্তদান দিবস উপলক্ষ্যে গুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ধলাই জেলার কমলপুরে। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার, তিনদিনের কর্মসূচি চলছে কমলপুর ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং বিমল সিনহা স্মৃতি মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে।
বুধবার মহকুমা হাসপাতাল চত্বর এবং আশপাশ এলাকায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কার্যক্রম। আজ বৃহস্পতিবার মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রচুর সাধারণ মানুষ রক্তদান করেছেন।
রক্তদান উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. রাজা জমাতিয়া জেলায় রক্তের চাহিদা পূরণে কমলপুরের দীর্ঘ ঐতিহ্য এবং ধারাবাহিকতার তথ্য স্মরণ করিয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছেন। অনুষ্ঠানে ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছেন। আগামীকাল শুক্রবার কমলপুর নজরুল ভবনে এই কর্মসূচির অধীনে অনুষ্ঠিত হবে রক্তদাতা সংবর্ধনা। শুধু জেলা নয়, গোটা রাজ্যের মধ্যে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষ্যে এ ধরনের নিবিড় কর্মসূচি আর কোথাও হচ্ছে না বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।