Country

6 months ago

Cloud burst in Uttrakhand one dead : মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ড বিপর্যস্ত; মৃত্যু এক মহিলার, তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি

Cloud burst in Uttrakhand one dead

 

দেহরাদূন, ১০ সেপ্টেম্বর : মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরাখণ্ডের ধরচুলা। ভারত-নেপাল সীমান্ত বরাবর পিথোরাগড় জেলার ধরচুলা খোটিলা গ্রামে প্রবল বেগে ছুটে আসে বিপুল জলধারা। সেই স্রোতের তোড়ে পিথোরাগড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অন্তত ৩০টি বাড়ি। শুক্রবার গভীর রাত একটা নাগাদ মেঘ ভাঙা বৃষ্টির খবর পাওয়া যায়। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত এক জনের।  টুইটারে পিথোরাগড়ের পুলিশ একটি ভিডিয়ো শেয়ার করেছে। তাতে দেখা যায়, জলের প্রবল স্রোতে একটি তিনতলা বাড়ি ধসে পড়ছে নদীগর্ভে। নদীর গতিপথের পাশেই খোটিলা গ্রামে বিপর্যস্ত বহু বাড়ি। সাধারণ মানুষকে নদীর ধার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় সেতু ব্যবহার না করার কথাও বলা হয়েছে। পিথোরাগড়ের জেলাশাসক আশিস চৌহান জানিয়েছেন, দুর্যোগে এক মহিলার মৃত্যু হয়েছে। বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। পুরোদমে উদ্ধারকাজ শুরু করে দিয়েছে প্রশাসন। কমপক্ষে ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

You might also like!