রাঁচি, ২৩ সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে লাড্ডু প্রসাদ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। বলেছেন, এই ধরনের ঘটনা কখনই বরদাস্ত করা যায় না।
সোমবার সকালে রাঁচিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিরাগ পাসোয়ান বলেছেন, "এই ঘটনা যতটা নিন্দনীয়, ততটাই উদ্বেগজনক। কোটি কোটি মানুষের অনুভূতিতে যেভাবে আঘাত করা হয়েছে, তা বরদাস্ত করা হবে না। যারাই এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।”