Country

1 week ago

Annapurna Devi: বাল্যবিবাহ শুধু ফৌজদারি অপরাধ নয়, মানবাধিকার লঙ্ঘনও : অন্নপূর্ণা দেবী

Annapurna Devi
Annapurna Devi

 

নয়াদিল্লি, ২৭ নভেম্বর : কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বুধবার নতুন দিল্লিতে 'বাল্য বিবাহ মুক্ত ভারত' শীর্ষক জাতীয় অভিযানের সূচনা করেছেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল ভারতকে বাল্যবিবাহমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। অনুষ্ঠানে মন্ত্রী বাল্যবিবাহ মুক্ত ভারত পোর্টালের উদ্বোধন করেন। বাল্যবিবাহ প্রতিরোধ, সেই সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং এই ধরনের ঘটনা সম্বন্ধে তথ্য দিতে এই প্ল্যাটফর্ম কাজ করবে।

কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, বাল্যবিবাহ শুধু ফৌজদারি অপরাধ নয়, মানবাধিকার লঙ্ঘনও বটে। তিনি বলেন, 'বাল্য বিবাহ মুক্ত ভারত' অভিযান শুধুমাত্র ১০ অথবা ১৫ দিনের কর্মসূচি নয়, বরং একটি বিরতিহীন প্রচেষ্টা যা বাল্যবিবাহের কুফল থেকে ভারতকে মুক্ত না করা পর্যন্ত অব্যাহত থাকবে।

You might also like!