Country

1 week ago

ICC World Cup 2023 : আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেট দেখতে ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে আমন্ত্রণ

File picture : Narendra Modi
File picture : Narendra Modi

 

আহমেদাবাদ , ১৮ নভেম্বর : রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচে ভিভিআইপিদের সমাবেশ চোখে পড়বে। এদিন ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকেও আমন্ত্রণ জানানো হয়েছে।


ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচের উত্তেজনা সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে। গুজরাট, ভারত এবং বিদেশের দর্শনার্থীরা আহমেদাবাদে পৌঁছতে শুরু করেছে। রবিবার দর্শক গ্যালারি ভিভিআইপি অতিথিতে ভরে যাবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করে জানা গিয়েছে। এঁনাদের উপস্থিতির জন্য প্রশাসন সর্বশক্তি দিয়ে ভিভিআইপিদের আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে।


রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি তাঁর পরিবারের সঙ্গে এই ম্যাচে উপস্থিত থাকবেন জানা গিয়েছে। এছাড়াও ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসও ম্যাচ দেখতে আসবেন বলে জানা গিয়েছে। এই ম্যাচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসের আসার খবর পাওয়া গিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজকেও আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও তাঁর আসার খবর এখনও নিশ্চিত করে জানা যায়নি।

You might also like!