Country

3 weeks ago

Chief Minister Sai visited Gujarat :সোমবার গুজরাট সফরে মুখ্যমন্ত্রী সাই

Chief Minister Sai visited Gujarat
Chief Minister Sai visited Gujarat

 

আমেদাবাদ, ১৬ সেপ্টেম্বর : সোমবার গুজরাট সফরে গেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। জানা গেছে, সেখানে তিনি গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর মিট অ্যান্ড এক্সপো (রি-ইনভেস্ট-২৪)-এ অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, এদিন সকালে শুরু হওয়া ওই অনুষ্ঠান চলবে দুপুর পর্যন্ত। এরপর বিকালে তিনি রায়পুরের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, রবিবারই জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী সাই দুই রাজ্য সফরে যাচ্ছেন। তিনি রবিবার মধ্যপ্রদেশে গিয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে দেখা করেন। এর পরে তাঁর সেখান থেকেই গুজরাটে যাওয়ার পূর্বনির্ধারিত সূচি ছিল।


You might also like!