Country

2 weeks ago

Chief Minister Dr. Mohan Yadav : ইন্দোর সিমবায়োসিস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মোহন যাদব

Chief Ministers Drs Mohan Yadavs Indores Symbiosis.
Chief Ministers Drs Mohan Yadavs Indores Symbiosis.

 

ইন্দোর, ২১ নভেম্বর : বৃহস্পতিবার ইন্দোরে আসছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডাঃ মোহন যাদব।

জনসংযোগ আধিকারিক মণীশ গুপ্তা জানিয়েছেন যে, ডাঃ মোহন যাদব ১২.৪৫ মিনিটে ইন্দোরের দেবী অহিল্যাবাই বিমানবন্দররে পৌঁছাবেন এবং সেখান থেকে তিনি ইন্দোরের সিমবায়োসিস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সের ৬ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর ২.১৫ মিনিটে ইন্দোর বিমানবন্দর থেকে উজ্জয়িনীর উদ্দেশে রওনা দেবেন । 

You might also like!