দেহরাদুন, ৮ জুলাই : প্রায়ই নানা ধরনের জনসংযোগ করতে দেখা যায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে। কখনও রাস্তার ধারে চায়ের দোকানে চা বানান, কখনও বা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনে নেন। সোমবার সপ্তাহের শুরুতেই পাহাড়ি রাস্তায় নেমে ছোট-ছোট স্কুল পড়ুয়াদের সঙ্গে কথোপকথন করতে দেখা গেল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। হাত মেলালেন তাদের সঙ্গে। মন দিয়ে শুনলেন তাদের কথা।
উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে জনসংযোগে দেখা যায়। তবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে কিছুটা বেশিই জনসংযোগ করেন বলে শোনা যায় রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অনেকটাই পুষ্কর সিং ধামির আদলেই জনসংযোগ করতে দেখা যায়।