Country

1 week ago

Bhupendra Patel:২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জাপান-সিঙ্গাপুর সফরে থাকবেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

Bhupendra Patel
Bhupendra Patel

 

আমেদাবাদ, ১৬ নভেম্বর  : জাপান-সিঙ্গাপুর সফরে যাচ্ছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ভাইব্রেন্ট গুজরাট সামিটে উপলক্ষ্যে ভূপেন্দ্র প্যাটেল দুই দেশ সফর করবেন। মুখ্যমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে থাকবেন ৭ জন ঊর্ধ্বতন আধিকারিকদের একটি দলও। তাঁরা সিঙ্গাপুর এবং জাপানে ভাইব্রেন্ট গুজরাট সামিটের জন্য বিনিয়োগকারীদের আকর্ষণ করার কাজ করবেন।

২০২৪ সালের জানুয়ারি মাসে গুজরাতে ভাইব্রেন্ট গুজরাত গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের আগে প্রস্তুতির অংশ হিসাবে রাজ্যের বড় বড় শহরে রোড শো এবং অনুষ্ঠানের আয়োজন করে বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক ভালো করার পরিবেশ তৈরি করা হচ্ছে।মুখ্যমন্ত্রীর সফরে তাঁর সঙ্গে থাকবেন, গুজরাত রাজ্যের মুখ্য সচিব রাজকুমার, মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্য সচিব পঙ্কজ যোশি, শিল্প-খনি বিভাগের এসিএস এসজে হায়দার, গিফ্ট সিটির বর্ষীয়ান প্রতিনিধি, গুজরাতের আবাসিক কমিশনার আরতি কানওয়ার, ইনডেক্স বি-এর ব্যবস্থাপনা পরিচালক গৌরাঙ্গ মাকওয়ানা এবং মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব নীল প্যাটেল। ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জাপান সফরে থাকবেন মুখ্যমন্ত্রী ও তাঁর দল। এরপর ১ ও ২ ডিসেম্বর সিঙ্গাপুরে থাকবেন মুখ্যমন্ত্রী। গুজরাতের প্রতিনিধিদল উভয় দেশের প্রধানমন্ত্রী, শিল্প, প্রযুক্তি, শিক্ষা, টেকনোক্র্যাট এবং বিনিয়োগকারীসহ বিভিন্ন সেক্টরের আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। তাদের গুজরাতের ভাইব্রেন্ট সামিটের জন্য আমন্ত্রণও জানাবেন তাঁরা।


You might also like!