গোয়ালিয়র, ১৬ সেপ্টেম্বর : সুদূর নামিবিয়া থেকে ভারতে নিয়ে আসা হচ্ছে দুই চিতাকে। ১৭ সেপ্টেম্বর থেকে এই দুই চিতার নতুন ঠিকানা হতে চলেছে মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্য। নামিবিয়া থেকে চিতাদের নিয়ে আসা একটি বিশেষ চার্টার কার্গো ফ্লাইট গোয়ালিয়রে অবতরণ করবে, আগে ঠিক হয়েছিল ১৭ সেপ্টেম্বর (শনিবার) জয়পুরে অবতরণ করবে বিমানটি।
প্রোজেক্ট চিতা প্রধান এস পি যাদব জানিয়েছেন, আগে ঠিক হয়েছিল জয়পুরে নিয়ে আসা হবে চিতা দু'টিকে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে কুনো জাতীয় উদ্যানে। কিন্তু, পরে ঠিক হয়েছে নামিবিয়া থেকে চিতাদের নিয়ে আসা বিশেষ চার্টার কার্গো ফ্লাইট গোয়ালিয়রে অবতরণ করবে। নামিবিয়া থেকে নিয়ে আসা চিতাগুলিকে প্রায় এক মাস নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে রেখে দেওয়ার পরে কুনো অভয়ারণ্যের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ১৭ সেপ্টেম্বর নিজের জন্মদিনে যাচ্ছেন মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে, নামিবিয়া থেকে আসা চিতাদের স্বাগত জানাতে।