Country

10 months ago

Chatt Puja 2023 : দেশজুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত ছট উৎসব, সূর্য দেবের আরাধনা পুণ্যার্থীদের

Feature Image: Chatt Puja
Feature Image: Chatt Puja

 

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : দেশজুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে ৪-দিন ব্যাপী ছট উৎসব। শনিবার ৪-দিন ব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন, এদিন সকালে গঙ্গার ঘাটে ও জলাশয়ে সূর্য দেবের আরাধনা করেন পুণ্যার্থীরা। বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ডের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে ছট উৎসব।

এই ছট উৎসবের সমাপ্তি হবে আগামী সোমবার, তার আগে এই কয়েকদিন ছট মাইয়ার আরাধনায় মেতে উঠবেন পুণ্যার্থীরা। শনিবার খরনা উদযাপন করছেন পুণ্যার্থীরা, ভক্তরা সারাদিন উপবাস পালন করবেন এবং সন্ধ্যায় সূর্যাস্তের পর সূর্যের আরাধনা করে উপবাস ভাঙবেন। সন্ধ্যায় প্রসাদ গ্রহণের পর তাঁরা পরবর্তী ৩৬ ঘন্টা জল ছাড়াই উপবাসে থাকেন। সোমবার সকালে উদীয়মান সূর্যকে অর্পণের পর উদযাপনের সমাপ্তি ঘটবে।

You might also like!