জলন্ধর, ৪ জুন : পঞ্জাবের জলন্ধর লোকসভা আসনে জিতে গেলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী চরণজিৎ সিং চান্নি। বিজেপি প্রার্থী সুশীল কুমার রিঙ্কুকে হারিয়েছেন তিনি। ১ লক্ষ ৭৫ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে চান্নির কাছে হেরেছেন সুশীল। পঞ্জাবের জলন্ধর আসনে এবার বিজেপিকে হারিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন চান্নি।
ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিলেন চান্নি। দুপুরের মধ্যে পরিষ্কার হয়ে যায় যে চান্নি জিতছেন। নির্বাচন কমিশন ঘোষণা করেছে, চরণজিৎ সিং চান্নি ৩,৯০,০৫৩টি ভোট পেয়েছেন। ব্যবধান ১ লক্ষ ৭৫ হাজার ৯৯৩টি ভোট।