Country

8 months ago

Centre-State Science Conference on Saturday : শনিবার কেন্দ্র-রাজ্য বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, চলবে দু''দিন ধরে

Centre-State Science Conference on Saturday
Centre-State Science Conference on Saturday

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দুই দিনের কেন্দ্র-রাজ্য বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করবেন। আহমেদাবাদের সায়েন্স সিটিতে এই কনক্লেভের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণও দেবেন।

দেশে উদ্ভাবন এবং উদ্যোক্তাকে সহজতর করার জন্য প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই কনক্লেভ। এটি কেন্দ্র-রাজ্য সমন্বয় এবং সহযোগিতা প্রক্রিয়াকে শক্তিশালী করবে - সমবায় ফেডারেলিজমের চেতনায় - একটি শক্তিশালী বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন এবং এসটিআই, সারা দেশে ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করবে।

You might also like!