নয়াদিল্লি, ১৪ জুন: নিট পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স-এ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পরীক্ষার্থীদের সমস্ত উদ্বেগ ন্যায্যতা ও ন্যায়সঙ্গততার সঙ্গে সমাধান করা হবে। কারও কোনও অসুবিধা হবে না।
শুক্রবার ধর্মেন্দ্র প্রধান আরও জানিয়েছেন, নিট পরীক্ষার সঙ্গে সম্পর্কিত তথ্যগুলি সুপ্রিম কোর্টের জ্ঞাতসারে রয়েছে। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার পরীক্ষার্থীদের মঙ্গলের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, শীঘ্রই নিট-এর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে এবং কোনও বিভ্রান্তি ছাড়াই এই দিকে এগিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।