Country

8 months ago

CBSE declares Class X results:দশম শ্রেণীর ফল প্রকাশ করল সিবিএসই, সামগ্রিক পাশের হার ৯৩.৬০ শতাংশ

CBSE declares Class X results
CBSE declares Class X results

 

নয়াদিল্লি, ১৩ মে : দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় সামগ্রিক পাশের হার ৯৩.৬০ শতাংশ। এ বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ দশম শ্রেণীর পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯৩.৬০ শতাংশ পরীক্ষার্থী, গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে ০.৪৮ শতাংশ।

পাশের হারে সবথেকে এগিয়ে রয়েছে ত্রিবান্দ্রম (৯৯.৭৫ শতাংশ), তারপর বিজওয়াড়া (৯৯.৬০ শতাংশ), তৃতীয় ও চতুর্থ যথাক্রমে চেন্নাই (৯৯.৩০ শতাংশ) ও বেঙ্গালুরু (৯৯.২৬ শতাংশ)। এ বছর পরীক্ষায় বসেছিল ২২৩৮৮২৭ জন পরীক্ষার্থী, পাশ করেছে ২০৯৫৪৬৭ জন পরীক্ষার্থী, পাশের হার ৯৩.৬০ শতাংশ, যা গত বছরের তুলনায় ০.৪৮ শতাংশ বেশি।


You might also like!