নয়াদিল্লি, ৭ জুন : আবগারি দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করা হল কে কবিতার বিরুদ্ধে। বিআরএস নেত্রী কে কবিতার বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কবিতার জামিন কবে হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় নাম জড়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও। কিন্তু আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল ২১ দিনের জন্য অন্তবর্তী জামিন পেলেও, কে কবিতা এখনও বের হতে পারেননি কারাগারের বাইরে।