নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : আইআরসিটিসি দুর্নীতি মামলায় বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। আদালতের দ্বারস্থ হয়ে তেজস্বী যাদবের জামিন বাতিলের আর্জি জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে বিশেষ আদালতের বিচারক গীতাঞ্জলি গোয়েল সিবিআই-এর আবেদনের প্রেক্ষিতে তেজস্বী যাদবকে নোটিশ পাঠিয়েছে এবং তেজস্বীর প্রতিক্রিয়া চাওয়া হয়েছে। আইআরসিটিসি কেলেঙ্কারির মামলাটি ২০০৬ সালে একটি প্রাইভেট ফার্মকে রাঁচি এবং ওড়িশার পুরিতে দু'টি আইআরসিটিসি হোটেলের অপারেশনাল চুক্তি প্রদানে কথিত অর্থ পাচারের সঙ্গে সম্পর্কিত। এই মামলায় এখন জামিনে রয়েছেন তেজস্বী যাদব। শনিবার তেজস্বী যাদবের জামিন বাতিলের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। সিবিআই-এর আবেদনের প্রেক্ষিতে তেজস্বী যাদবকে নোটিশ পাঠিয়েছে আদালত।