Country

8 months ago

KC Tyagi:জাতিভিত্তিক জনগণনা সময়ের দাবি : কে সি ত্যাগী

KC Tyagi
KC Tyagi

 

পাটনা, ৬ জুন : জাতিভিত্তিক জনগণনা সময়ের দাবি। বললেন জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে সি ত্যাগী বলেছেন, "দেশের কোনও দলই জাতিভিত্তিক জনগণনার বিষয়ে না বলেনি। বিহার পথ দেখিয়েছে। প্রধানমন্ত্রীও সর্বদলীয় প্রতিনিধি দলে এর বিরোধিতা করেননি। জাতিভিত্তিক জনগণনা এখন সময়ের দাবি। আমরা তা অনুসরণ করব। "

কে সি ত্যাগী এদিন অগ্নিবীর প্রকল্প প্রসঙ্গে বলেছেন, "অগ্নিবীর প্রকল্প নিয়ে ক্ষুব্ধ ভোটারদের একাংশ। আমাদের দল চায় যে সমস্ত ত্রুটিগুলি জনসাধারণের দ্বারা প্রশ্নবিদ্ধ হয়েছে, সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হোক এবং দূর করা হোক। অভিন্ন দেওয়ানি বিধিতে দলের জাতীয় সভাপতি হিসাবে মুখ্যমন্ত্রী আইন কমিশনের প্রধানকে চিঠি লিখেছিলেন। আমরা এর বিরুদ্ধে নই, তবে সব স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে সমাধান খুঁজে বের করা উচিত।”


You might also like!