নয়াদিল্লি, ৫ জুলাই ঃ ফের বৃষ্টিতে ভিজলো রাজধানী দিল্লি। বুধবার রাত থেকেই দিল্লিতে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার দিল্লি–সহ ভারতের উত্তর-পশ্চিম অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশেও। বৃষ্টির ফলে তীব্র গরম থেকে কিছুটা নিস্তার দিল্লিবাসীর। বৃষ্টিতে কিছুটা কমেছে তাপমাত্রার পারদ। বুধবার রাত থেকেই দিল্লির বেশ কিছু অংশে শুরু হয়েছে মাঝারি বৃষ্টিপাত। বৃহস্পতিবারও অব্যাহত সেই বৃষ্টি। দিল্লি ছাড়াও আগামী চার দিন দেশের উত্তর-পশ্চিম অংশে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, মুজাফফরাবাদ–সহ রাজ্যের বেশ কিছু অংশে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং পূর্ব রাজস্থানে। শুধু মধ্যপ্রদেশ নয় বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরাখণ্ড, অসম এবং মেঘালয়ের একাধিক অঞ্চলে।