Country

11 months ago

specially abled children: বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ক্যাম্প কানপুরে

special abled children
special abled children

 

কানপুর, ২২ নভেম্বর : বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য এগিয়ে এলো উত্তর প্রদেশ সরকার। জেলার সমস্ত ব্লকে ক্যাম্প স্থাপন করে তাদের ইউডিআইডি কার্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মুখ্য উন্নয়ন আধিকারিক দীক্ষা জৈন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিশেষভাবে সক্ষম শিশুদের প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যে জেলার প্রতিটি ব্লকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। ক্যাম্পে ওই শিশুদের ইউডিআইডি কার্ড করা হবে। পাশাপাশি এই শিশুদের রেজিস্ট্রেশন-সহ আয়ুষ্মান কার্ড তৈরির ব্যবস্থাও থাকবে। এছাড়াও জন্ম শংসাপত্র, বসবাস সংক্রান্ত নথি ও আয়ের শংসাপত্র এগুলোর জন্যও ক্যাম্পে স্টল হবে।

এও জানা গেছে, এই ক্যাম্পে ওই শিশুদের পরিবহনের জন্য যানবাহনের ব্যবস্থাও থাকবে। উল্লেখ্য, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল প্রতিটি বিশেষভাবে সক্ষম শিশুকে তাদের প্রাপ্য প্রকল্প পৌঁছে দেওয়া।

You might also like!