Country 5 months ago

ব্যবসায়ীর দ্বারা প্রতারিত হলেন এই সাংসদ ও অভিনেতা

Ravi Kishan

 

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : প্রতারণার অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন বিজেপি সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ। মুম্বই নিবাসী এক ব্যবসায়ী তাঁর ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়ে আর ফেরত দেয়নি বলে অভিযোগ করেছেন এই তারকা সাংসদ। ২০১২ সালে কিষাণের থেকে এই টাকা ধার নেন জৈন জিতেন্দ্র রমেশ নামের ওই ব্যবসায়ী। এরপর বহুবার তিনি ওই টাকা ফেরত চান। অবশেষে ৩৪ লক্ষ টাকার ১২টি চেক রবি কিষাণকে দেন রমেশ।

তবে ব্যাঙ্কে ওই চেক জমা দিলে তা বাউন্স করে। গত বছর ডিসেম্বর মাসে চেক বাউন্স করার পরও বহুবার ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ফেরত চাইতে থাকেন রবি। এরপর বাধ্য হয়েই পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি। এই বিষয়ে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

You might also like!