নয়াদিল্লি, ২৯ মার্চ : পঞ্জাবের জলন্ধর সংসদীয় আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, জলন্ধর সংসদীয় আসনে আগামী ১০ মে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে এবং ফল ঘোষণা হবে ওই মাসের ১৩ তারিখ।
পঞ্জাবের ফিল্লাউরে ভারত জোড়ো যাত্রার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ জানুয়ারি প্রয়াত হন কংগ্রেসের জলন্ধর সাংসদ সন্তোখ সিং চৌধুরী (৭৬), সন্তোখ মারা যাওয়ার কারণে উপ-নির্বাচন হচ্ছে। রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন সন্তোখ, হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই প্রয়াত হন তিনি।
জলন্ধর সংসদীয় আসন ছাড়াও কয়েকটি বিধানসভা উপ-নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, ওডিশার ঝাড়সাগুড়া বিধানসভা আসন, উত্তর প্রদেশের ছানবে ও সুয়ার এবং মেঘালয়ের সোহিয়ং বিধানসভা আসনে আগামী ১০ মে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে, সর্বত্রই ফল ঘোষণা ১৩ মে।