নাসিক, ৯ জুলাই ঃ মহারাষ্ট্রের একাধিক জায়গায় এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। বিপর্যস্ত মুম্বই-সহ একাধিক এলাকা। তারমধ্যেই মহারাষ্ট্রের নাসিকে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নাসিকে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঁক ঘুরতেই দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবোঝাই বাস। মঙ্গলবার জানা হয়েছে, নাসিকের পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবোঝাই বাস বাঁক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের দিকে নেমে যায়। ওই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।