Country

3 weeks ago

Kurnool Tragedy: অন্ধ্রে বাইকের সঙ্গে সংঘর্ষের পর চলন্ত বাসে আগুন; মৃত ১০, শোকাহত রাষ্ট্রপতি

Kurnool bus accident
Kurnool bus accident

 

কুর্নুল, ২৪ অক্টোবর : অন্ধ্রপ্রদেশে যাত্রীবোঝাই বাসে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন কমপক্ষে ২৫ জন। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে শুক্রবার ভোররাতে একটি বাইকের সঙ্গে ধাক্কার লাগার পর বাসটিতে আগুন ধরে যায়। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। তাতে ৪০ জন যাত্রী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। আহতও অনেকে।

পুলিশ সূত্রে খবর, দ্রুত গতির বাসটির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। বাসের সামনে আটকে যায় সেটি। ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পরেই আগুন ধরে যায় বাসটিতে। ঘটনাচক্রে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বাতানুকূল (এসি) ছিল। যাত্রীদের অনেরকেই জানলা ভেঙে লাফিয়ে প্রাণ বাঁচান। অনেক যাত্রী বাসে আটকে পড়েন। দুর্ঘটনাগ্রস্ত বাসে থাকা এক যাত্রী জানিয়েছেন, ভোররাত ২.৩০-২.৪০ নাগাদ আচমকাই বাস থেমে যায়, আমি ঘুম থেকে উঠে দেখি বাসে আগুন লেগেছে। বাসের সবাই ঘুমাচ্ছিল। আমরা সবাইকে জাগিয়ে তুললাম। মূল দরজা বন্ধ থাকায় আমরা জরুরি জানালা ভেঙে ফেললাম। আমরা জানালা দিয়ে লাফিয়ে পড়লাম, অনেকেই জানালা ভেঙে বাস থেকে লাফিয়ে বেরিয়ে এলেন।"

You might also like!