Country

8 months ago

Building collapse in delhi, two injured : দিল্লির আজাদ মার্কেট এলাকায় ভেঙে পড়ল বহুতল; আহত দু'জন, চলছে উদ্ধারকাজ

Building collapse in delhi, two injured
Building collapse in delhi, two injured

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : রাজধানী দিল্লির আজাদ মার্কেট এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। বহুতল ভেঙে ভগ্নাবশেষের নীচে চাপা পড়ে আহত হয়েছেন দু'জন। এছাড়াও কমপক্ষে ৫ জন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধারকাজ চলছে। আহত অবস্থায় দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লির আজাদ মার্কেট এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ৭ জন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ও পুলিশ। উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারাও। দু'জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ।


You might also like!