Country

2 weeks ago

Mayawati:বিএসপি-র শীর্ষ পদে মায়াবতীই, ফের নির্বাচিত দলের জাতীয় সভানেত্রী

BSP's top post is Mayawati
BSP's top post is Mayawati

 

লখনউ, ২৭ আগস্ট : বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র শীর্ষ পদেই থাকছেন মায়াবতী। মঙ্গলবার ফের একবার বহুজন সমাজ পার্টির জাতীয় সভানেত্রী নির্বাচিত হয়েছেন মায়াবতী। মঙ্গলবার লখনউতে বিএসপি-র জাতীয় কার্যনির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন মায়াবতী। এদিনের বৈঠকে দলের জাতীয় সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল। প্রত্যাশা মতোই ফের একবার বহুজন সমাজ পার্টির জাতীয় সভানেত্রী নির্বাচিত হয়েছেন মায়াবতী। ফলে মায়াবতীর কাঁধেই আবারও থাকলো দলের যাবতীয় দায়িত্ব।

You might also like!