Country

1 week ago

Raaj Kumar Anand : রাজকুমার আনন্দ যোগ দিলেন বিজেপিতে, গেরুয়া শিবিরে শামিল কে এস তানওয়ারও

Rajkumar Anand (symbolic picture)
Rajkumar Anand (symbolic picture)

 

নয়াদিল্লি, ১১ জুলাই ঃ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন সদ্য প্রাক্তন বিএসপি নেতা রাজকুমার আনন্দ। বুধবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন রাজকুমার আনন্দ। রাজকুমার ছাড়াও তাঁর স্ত্রী বীনা আনন্দও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।

এছাড়াও আম আদমি পার্টির বিধায়ক কার্তার সিং তানওয়ারও বিজেপিতে শামিল হয়েছেন। সবাইকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা অরুণ সিং ও দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা প্রমুখ। প্রসঙ্গত, এপ্রিল মাসে আম আদমি পার্টি ছেড়ে মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে যোগ দিয়েছিলেন রাজকুমার আনন্দ। দিল্লিতে এএপি সরকারে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তিনি। আর বুধবার বিএসপি-র প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ দিয়েছেন। 

You might also like!